আইএস পরিচয়ে সিলেটের বিশ্বনাথের পুরোহিত পরিবারকে হত্যার হুমকি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১০, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আইএস পরিচয়ে সিলেটের বিশ্বনাথের পুরোহিত পরিবারকে হত্যার হুমকি

প্রকাশিত জুলাই ২৭, ২০১৬

444

সিলেট প্রতিনিধি: ইসলামিক স্টেটসের (আইএস) পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে সিলেটের বিশ্বনাথের এক পুরোহিত পরিবারকে। এ ঘটনায় বিশ্বনাথ থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা পুরোহিত রণধীর ভট্টাচার্যের কাছে হত্যার হুমকিযুক্ত চিঠিটি গত শনিবার পৌঁছে। ‘তাখছু মোল্লা, বি-বাজার, সিলেট’ এই ঠিকানা উল্লিখিত ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দিয়ে আইএস পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে প্রস্তুত থাকতে’ বলা হয়েছে। চিঠিতে রণধীর ভট্টাচার্য ছাড়াও তার দুই ভাই রণবীর ভট্টাচার্য এবং রঞ্জিত ভট্টাচার্যের নামও রয়েছে। চিঠি পেয়ে আতঙ্কিত পরিবারটি গত রোববার (২৪ জুলাই) বিষয়টি বিশ্বনাথ থানায় জানালে বিষয়টি থানায় ডায়রিভুক্ত করা হয় (নং-৯০৫৪)। বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই চিঠি দিয়ে পুরোহিত পরিবারকে ‘হত্যার হুমকি’ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।