বিএসএমএমইউতে মাংকিপক্স শনাক্ত হয়নি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৪, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিএসএমএমইউতে মাংকিপক্স শনাক্ত হয়নি

newsup
প্রকাশিত মে ২৩, ২০২২
বিএসএমএমইউতে মাংকিপক্স শনাক্ত হয়নি

ডেস্ক নিউজ, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (২৩ মে) বিকাল থেকেই গুঞ্জন শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাংকিপক্স আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। একজন চিকিৎসকের বরাত দিয়ে মুহূর্তের মধ্যে ওই বার্তা ভাইরাল হয়। তবে এটাকে গুজব বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, কোনও মাংকিপক্সের রোগী পাওয়া যায়নি। একটি মহল গুজব ছড়াচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।