ব্যানার আসছে গুগল চ্যাটে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:০৮, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্যানার আসছে গুগল চ্যাটে

newsup
প্রকাশিত মে ২৩, ২০২২
ব্যানার আসছে গুগল চ্যাটে

ডেস্ক নিউজ, ঢাকা: গুগল চ্যাটে হ্যাংআউট অপশনটি সরিয়ে এর পরিবর্তে ডিসপ্লে ব্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই ব্যানারে ফিশিং অথবা ম্যালওয়্যার আক্রমণের অ্যালার্ট প্রদর্শন করা হবে জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ। গুগল আই-ও ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানটি নিরাপত্তার বেশ কিছু দিক নিয়ে আলোচনা করে। এর মধ্যে সম্ভাব্য নিরাপত্তার বিষয়ে সতর্ক করা এবং কীভাবে সমাধান করতে হবে তার পরামর্শ দেওয়ার বিষয়ও ছিল। এছাড়া দুই ধাপে ভেরিফিকেশনসহ বিভিন্ন ধাপে তথ্যের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।