ব্রিকলেন ১৯৭৮ : ঘুরে দাঁড়ানোর সময়’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্ভোধন

Daily Ajker Sylhet

editorbd

১০ জুন ২০২২, ১২:০১ অপরাহ্ণ


ব্রিকলেন ১৯৭৮ : ঘুরে দাঁড়ানোর সময়’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্ভোধন

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন ঃ
যুক্তরাজ্যের পূর্বলন্ডনে “ব্রিকলেন ১৯৭৮, ঘুরে দাড়ানোর সময়” লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের চিত্র প্রদর্শনীর উদ্ভোধন করা হয়েছে।
৯জুন বিকেলে পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের ফোরকর্ণাস গ্যালারীতে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো ‘ব্রিকলেন ১৯৭৮, ঘুড়ে দাঁড়ানোর সময়’ নামের চিত্র প্রদর্শনীর। প্রদর্শনী চলবে ১০ জুন থেকে ১০ সেপ্টেম্বর ২০২২, সকলের জন্যে প্রবেশাধিকার ফ্রি।  খোলার সময় সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা । মঙ্গল  থেকে শনিবার, বৃহস্প্রতিবার  রাত ৮টা। ফোর কর্নাস গ্যালারী  ১২১ রমান রোড, বেথনালগ্রীণ , লন্ডন লন্ডন-ই২  ওকিউএন।  নিকটবর্তি আন্ডার গ্রাউড ষ্টেশন বেথনাল গ্রীণ-সেন্ট্রেল লাইন।
 সে সময়কার ফটোগ্রাফার পলট্রেভারের ক্যামেরায় ধারনকৃত ৭০টি ঐতিহাসিক ছবি এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। ন্যাশনাল লটারী হেরিটেজ ফান্ডের সহয়োগীতায় প্রদর্শনীর আয়োজন করছে ফোরকর্ণাস গ্যালারী, স্বাধীনতা ট্রাষ্ট ও আলতাব আলী ফাউন্ডেশন।
অনুষ্ঠানে  কথা বলছেন , কার্লা মিচেল, পলট্রেভার, নুরুদ্দিন আহমদ, জুলিবেগম ও আনসার আহমেদ উল্লাহ।
উদ্ভোধনী অনুষ্ঠানে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন  ফটোগ্রাফার পলট্রেভার, স্বাধীনতা ট্রাষ্টর জুলি বেগম, আনসার আহমেদ উল্লাহ, আলতাব আলী ফাউন্ডেশনের পরিচালক নূরুদ্দিন আহমদ, ও ফোর কর্নারের আর্টিকষ্টিক ডেভল্যপমেন্ট পরিচালক কার্লা মিচেল।
 সেময় ব্রিটিশ বাঙালিদের যারা  বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকেই আর ইহজগতে নেই,  যারা এখনও জীবিত আছেন , তাদের কয়েকজন উপস্থিত হয়েছিলেন উদ্ভোধনী অনুষ্ঠানে। তাদের মধ্যে, সেদিন বাঙালিদের পাশে যে কয়েকজন ইংরেজ দাঁড়িয়েছিলেন তাদের অন্যতম ডেনিস জোন, সাবেক ডেপুটি মেয়র আকিকুর রহমান, সাবেক কাউন্সিলার সোনাহর আলী, সাবেক মেয়র ছয়ফুল আলম, সাবেক কাউন্সিলার ও বিশিষ্ট রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল, জামাল আহমদ, সাবেক মেয়র আব্দুল মুকিত চুনু এমবিই, রফিক উল্লাহ প্রমুখ।
বক্তা এবং আন্দোলনকারীরা বলেন ১৯৭৮ এর বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্রিটিশ সামাজিক ইতিহাসের একটি অংশ, ‍১৯৭৮ এর বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঘটনাটি পাঠ্যসূচির অন্তর্ভুক্তির দাবী জানান তারা।
ঐতিহাসিক ঘটনার নেপথ্যে  ১৯৭৮ সালের শুরুর দিকে  ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা মারগারেট থ্যাচার  ‘ ‘‘ওয়ার্ড ইন এ্যকশন‘‘ নামক একটি টেলিভিশন পোগ্রামে বলেছিলেন ব্রিটিশদের একটি অংশ মনে করে ব্রিটেনে আগত বিভিন্ন সম্প্রদায়ের অভিবাসীদের কারনে তাদের কৃষ্টি কালচার হুমকীর মুখে পড়বে।
 এই মন্তব্যটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর ব্রিটেনের বর্ণবাদী ন্যাশনাল ফন্ট ও অন্যান্য বর্ণবাদিরা সমগ্র ব্রিটেন তথা ইষ্টলন্ডনের ব্রিকলেন ও তার আশপাশ এলাকায় বাঙ্গালী অভিবাসীদের উপর ক্রমাগতভাবে  শারিরিক আক্রমণ ও বর্ণবাদী আচরন চালাতে থাকে। বিশেষ করে স্কীনহেডদের আক্রমন বাড়তে থাকে । এসময় সমগ্র বিটেনে চাকুরী ও আবাসিক সমস্যা ছিল প্রকট। তার আগে মাইগ্রেন্ট ইহুদী সম্প্রদায়কেও একই সমস্যার মোকাবেলা করতে হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।