যুক্তরাজ্যে বরিশালবাসীর উদ্যোগে আবদুল গাফফার চৌধুরীর স্মরণে আলোচনা ও দোয়া সম্পন্ন
১১ জুন ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ণ

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
এতে প্রধান আলোচক হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করেন ইউসুফ আলী পলাশ। এ সময় আলোচনায় নিউহ্যাম কাউন্সিলর মজিবুর রহমান, রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান, অ্যাকাউন্টেন্ট সৈয়দ আরিফ হোসেন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, নিউহ্যাম বাংলাদেশ কনিউনিটির সভাপতি রাব্বির হোসেন, কামাল হোসেন, জিয়াউল কামরুল, মনির হোসেন মুহিত, মেহেদী হাসান, ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, গৌরব ‘৭১-এর সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সর্ব ইউরোপ আওয়ামী সোসাইটির সাধারণ সম্পাদক হাসিব চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- মামুন আহসান, সরদার মিজানুর রহমান বাবুল, গাজী রফিক, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন আহাম্মেদ, মোহসিন সিকদার বাবুল, গোকুল দাস, মাহবুব হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ হোসেন।