ইন্টারন্যাশনাল ডেস্ক: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুয়েতের ফাহাহিল এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সূত্রের বরাতে এখবর জানিয়েছে আরব টাইমস। সূত্র জানায়, বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা কুয়েতের আইন ও বিধি ভঙ্গ করেছেন। দেশটির আইন অনুসারে, প্রবাসীরা কুয়েতে কোনও ধরনের অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে পারেন না। সব প্রবাসীদের কোনও ধরনের বিক্ষোভে অংশগ্রহণ না করার কুয়েতি আইন অবশ্যই মেনে চলতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।