সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর – BANGLANEWSUS.COM
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

newsup
প্রকাশিত জুন ২০, ২০২২
সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ, ঢাকা: আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। সোমবার (২০ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সুনামগঞ্জে আজ একদিনেই চার ফুট পানি কমেছে। এই সংবাদে গা না ভাসিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আরেকটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানিয়েছেন, বর্তমানে যে বন্য হচ্ছে এই বন্যার পানি মেঘালয় থেকে এসেছে। আসাম ও ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেই পানি কিন্তু এখনও বাংলাদেশে আসেনি। ত্রিপুরা ও আসামের বৃষ্টির পানির ঢল বাংলাদেশেও আসতে পারে। তাই আরেকটি বন্যার আশঙ্কা রয়ে গেছে। সেজন্যই সব কিছু নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও সেটি এত প্রকট নাও হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।