মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
লন্ডনে চ্যারিটি সংস্থা আপাসেনের উদ্যোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে লার্নিং ডিজএবিলিটি এওয়ারনেস ডে পালিত হয়েছে ।
২৩ জুন, ২০২২, বৃহষ্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় বারার ডিজএবিলিটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে সাথে নিয়ে আপাসেন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনযাপনকে আনন্দময়, সক্রিয় ও অর্থবহ করে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী কার্যক্রম পরিচালনা করছে আপাসেন ডে সেন্টার। এ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আপাসেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, ডে কেয়ার অপরচুনিটি জোনের প্রধান হাবিবুর রহমান কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনাল এর প্রধান মাহমুদ হাসান এমবিই বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে আপাসেন তার গৃহীত কার্যক্রমগুলো অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।