মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
কেমব্রিজ ইউনিভার্সিটির ফিতসউইলিয়াম জাদুঘরে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রথমবারের মতো বৃহস্পতিবার যৌথ পোর্ট্রেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন, ২০২২) এই পোর্ট্রেট কেমব্রিজ ইউনিভার্সিটির ফিতসউইলিয়াম জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়া কেমব্রিজজুড়ে বিল্ডিংগুলোতে এই পেইন্টিং দেখা যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটিশ পোর্ট্রেট শিল্পী জেমি কোরেথ এই ছবি এঁকেছেন। পোর্ট্রেটে প্রিন্স উইলিয়ামকে একটি ‘গাঢ় স্যুটে এবং কেটকে একটি দীর্ঘ, পান্না পোষাকে’ দেখা গেছে ।
শিল্পী জেমি কোরেথ বলেন, যেহেতু এটি তাদের প্রথম যৌথ পোর্ট্রেট তাই আমি চেয়েছি ছবিটি তাদের পাবলিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের অনুভূতি জাগিয়ে তুলুক। পেইন্টিংটি দেখার পর উইলিয়াম বলেন, এটা বেশ বড়। তিনি কোরেথকে বলেন, এটা চমৎকার।
কেমব্রিজ সফরকালে প্রিন্স উইলিয়াম ও কেট শিল্পী কোরেথ ও এই পেইন্টিংয়ের সমর্থক এবং লেডি সিবিল মার্শালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিবিল মার্শাল মূলত এই পোর্ট্রেট আঁকার প্রস্তাব দেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।