পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় এক হাজারের বেশি কুরআন খতম - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৮, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় এক হাজারের বেশি কুরআন খতম

newsup
প্রকাশিত জুন ২৫, ২০২২
পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় এক হাজারের বেশি কুরআন খতম

ধর্ম: পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় এক হাজারের বেশি কুরআন খতম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসায় পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আলেমরা।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসায় দক্ষিণবঙ্গের মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও বরিশালের পাঁচ সহস্রাধিক আলেম, পীর-মাশায়েখ, ইমাম-খতিব, মাদ্রাসার মুহতামিমসহ ধর্মপ্রিয় মানুষ জমায়েত হন। এ সময় উপস্থিত সবাই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া দোয়া অনুষ্ঠানে সহস্রাধিকবার কুরআন খতম করা হয়।
জমায়েত অনুষ্ঠানে আল্লামা শামসুল হক ফরীদপরী ছদর ছাহেবের (রহ.) পৌত্র মুফতি উসামা আমিন বলেন, প্রচলিত দোয়া করার মধ্যে কৃত্রিমতা থাকতে পারে কিন্তু যে দোয়া অন্তর থেকে আসে সে দোয়ায কোন কৃত্রিমতা নাই। আজ মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু স্থাপন করে দেশের মানুষের বিশেষ করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। ধর্মপ্রাণ মানুষ দোয়ার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।