আফগানিস্তানকে ৬৯ কোটি টাকার মানবিক সহায়তা দেবে চীন

Daily Ajker Sylhet

newsup

২৫ জুন ২০২২, ০৩:৩৭ অপরাহ্ণ


আফগানিস্তানকে ৬৯ কোটি টাকার মানবিক সহায়তা দেবে চীন

নাল ডেস্ক: ভূমিকম্প কবলিত আফগানিস্তানকে ৫০ মিলিয়ন ইউয়ানের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৬৯ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৬০৪ টাকা। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা এবং অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত থাকবে। গত ২১ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে আরও দেড় হাজারেরও বেশি মানুষ। এছাড়া এক হাজার ৮০০টির মতো ঘরবাড়ি তছনছ হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।