বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৩১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া

newsup
প্রকাশিত জুন ২৬, ২০২২
বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক  সক্ষম ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিত্রদেশ বেলারুশকে আগামী মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুতিন বলেন, ‘ইস্কান্দার-এম সিস্টেম’ প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এই ব্যবস্থার মধ্য দিয়ে আঘাত হানা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।