ডেস্ক নিউজ, ঢাকা: জামকালো আয়োজনের মধ্য দিয়ে অবমুক্ত হলো আফরান নিশোর ওয়েব সিরিজ ‘কাইজার’। এর মাধ্যমে জাঁদরেল গোয়েন্দা কাইজার চৌধুরী হিসেবে সামনে আসবেন এই অভিনেতা। আজ (২৯ জুন) দুপরে রাজধানীর ফার্মগেট এলাকার একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটি উন্মোচন করে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই বাংলাদেশ। শিল্পীদের মধ্যে এতে উপস্থিত ছিলেন ‘কাইজার’র মধ্যমণি আফরান নিশো, রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজুর নূর ইমরান, শঙ্খ জামান, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি ও শিশুশিল্পী ঋদ্ধি। সিরিজটি পরিচালনা করছেন তানিম নূর।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।