ছাদবাগানে মশার উৎস খুঁজছে ড্রোন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৬, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ছাদবাগানে মশার উৎস খুঁজছে ড্রোন

newsup
প্রকাশিত জুন ২৯, ২০২২
ছাদবাগানে মশার উৎস খুঁজছে ড্রোন

বিশেষ প্রতিবেদন: এ বছর ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বাসাবাড়ির ছাদবাগানে এডিস মশার উৎস ধ্বংসে ড্রোনের সাহায্যে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান । এ বছর ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির কার্যক্রম নিয়ে বাংলা ট্রিবিউনকে এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘উত্তরা, বনানী, গুলশান ও নিকুঞ্জ এলাকায় প্রত্যেকটা বাড়ির ছাদবাগান ড্রোনের মাধ্যমে মনিটরিং করবো। উত্তরা এলাকা থেকে শুরু হচ্ছে। এটা এখন প্রতিদিনই হবে। যে বাড়িগুলোতে ছাদবাগান রয়েছে সেগুলোতে ড্রোনের মাধ্যমে ভিডিও ও ছবি তুলে আমরা দেখছি। কোনও বাড়ির ছাদে পানি জমা থাকলে আমরা সেই বাড়িতে আমাদের কর্মীবাহিনী যাচ্ছে। মশার উৎস ধ্বংস করছে। তিনি জানান, এ কাজে তারা দুটি ড্রোন ব্যবহার করা হচ্ছে। একটি জাইকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হতে পাওয়া আরেকটি আউটসোর্সিং করা। প্রতিষ্ঠানটির প্রশিক্ষিত কর্মী বাহিনী কাজটা চালাচ্ছে। কাজটি কীভাবে করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ধরেন উত্তরা ৪ নম্বর সেক্টরের যেকোনও একটি হাইরাইজ ভবনে আমাদের কর্মী বাহিনী গেলো। ভবনটিতে উঠে ওই ভবনসহ আশপাশে যতদূর দৃষ্টি যায় সেই ভবনগুলোর ছবি নেওয়া হচ্ছে। ছবিতে কোন বাড়ির ছাদে মশার উৎসস্থল পাওয়া গেলে আমাদের কর্মীবাহিনী গিয়ে সেখানে তা ধ্বংস করে। আবার অনেকসময় আমরা বাড়িওয়ালাকেও বলি উৎস ধ্বংস করার জন্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।