একবছর পর সংসদে বক্তৃতা দিলেন রওশন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

একবছর পর সংসদে বক্তৃতা দিলেন রওশন

newsup
প্রকাশিত জুন ২৯, ২০২২
একবছর পর সংসদে বক্তৃতা দিলেন রওশন

ডেস্ক নিউজ, ঢাকা: প্রায় একবছর পর সংসদে বক্তৃতা দিলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি অংশ নেন।
চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন রওশন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে। এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।