বিরোধিতার পর পিছু হটলো এরদোয়ান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩৭, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিরোধিতার পর পিছু হটলো এরদোয়ান

newsup
প্রকাশিত জুন ২৯, ২০২২
বিরোধিতার পর  পিছু হটলো এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক: কয়েক সপ্তাহের বিরোধের অবসান ঘটিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের ওপর থেকে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে মঙ্গলবার চার ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে ৩০ সদস্যের জোটটিতে নতুন দুই দেশকে সদস্য করার পথ সুগম হয়েছে।
শুরুতে কেন বিরোধিতা?
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার আবেদনে বিরোধিতা করে জোটের সদস্যদের হতবাক করে দেয় তুরস্ক। আঙ্কারার দাবি ছিল, নরডিক দেশ দুটিকে তুরস্কে নিষিদ্ধ পিকেকে’র মতো কুর্দি সশস্ত্র গ্রুপগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তুরস্কের অস্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।