একদিনে ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় জানালো ক্রেমলিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:০২, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

একদিনে ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় জানালো ক্রেমলিন

newsup
প্রকাশিত জুন ২৯, ২০২২
একদিনে ইউক্রেন যুদ্ধ অবসানের  উপায় জানালো ক্রেমলিন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পাঁচ মাসে গড়িয়েছে। পশ্চিমা বিভিন্ন দেশের নেতা ও সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। এমন অবস্থায় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানালো একদিনেই শেষ হয়ে যেতে পারে যুদ্ধ। তবে এজন্য কিয়েভকে আত্মসমর্পণ করতে হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাস-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি ইউক্রেনীয় সেনাদের অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেন তাহলে তাৎক্ষণিকভাবেই আক্রমণ বন্ধ হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।