ডেস্ক রিপোর্ট : বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটও মেরামতের জন্য সহযোগিতা করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বন্যা হয়। পরবর্তীতে দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এ জন্য আমারা প্রস্তুতি নিয়ে রেখেছি। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর কারণে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলবে।
সরকারপ্রধান বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগই ছিল না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।