পুতিনকে নিয়ে জেলেনস্কির নতুন হুঁশিয়ারি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩৯, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পুতিনকে নিয়ে জেলেনস্কির নতুন হুঁশিয়ারি

newsup
প্রকাশিত জুলাই ২, ২০২২
পুতিনকে নিয়ে জেলেনস্কির নতুন হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার পশ্চিমাদের সামরিক জোটের নেতাদের হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরের মধ্যে একটি ন্যাটোর মিত্র দেশে আক্রমণ করতে পারেন। মাদ্রিদে ন্যাটো সম্মেলনে ভিডিও লিঙ্কে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া ন্যাটো সম্মেলনে এবার রাশিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে বেশি। সম্মেলনের ঘোষণায় ৩০ সদস্যের ন্যাটো জোট রাশিয়াকে সদস্য দেশগুলোর নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনে পুতিনের আক্রমণকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নিরাপত্তা সংকট হিসেবে আখ্যায়িত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।