ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ইরানের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০৯, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ইরানের

newsup
প্রকাশিত জুলাই ৪, ২০২২
ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এমন অঙ্গীকার করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হন তিনি। এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেকদাদের সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের বৈঠকে মূলত ইসরায়েল ইস্যু প্রাধান্য পায়। দুই দেশই ইসরায়েলকে সাধারণ শত্রু হিসেবে বিবেচনা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।