ডেস্ক রিপোর্ট : বৃহত্তর সিলেটের বন্যা দুর্গতদের মধ্যে রোটারীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। রোটারী পরিবার সিলেটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে সোমবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামে ও স্থানীয় হাওর এলাকার শতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশের জেলা গভর্ণর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্ণর নমিনি এএইচএম ফয়সল আহমদ ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারীয়ান পিপি ডাঃ মইনুল ইসলাম মাহমদ ও রোটারীর সিলেট এরিয়া ডাইরেক্টর রোটারীয়ান পিপি হানিফ মোহাম্মদ।
এসময় সার্বিক সহযোগিতা করেন রোটারীয়ান পিপি কাওসার আহমদ শাহীন ও রোটারীয়ান পিপি এম এ রহিম।
পরে রোটারী নেতৃবৃন্দ তোয়াকুল এবং নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ও বানভাসী মানুষের সাথে কুশল বিনিময় করেন। নেতৃবৃন্দ বন্যা দুর্গতদের পুনর্বাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সকালে নগরীর মানিকপীর রোডে রোটারী হাসপাতাল প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন রোটারী পরিবার সিলেটের চেয়ারম্যান পিডিজি ডাঃ মনজুরুল হক চৌধুরী।
এদিকে গত বৃহস্পতিবার রোটারী পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী এবং শিশু ও মায়েদের জন্য দুগ্ধ জাতীয় পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এলাকাগুলো হচ্ছে গোয়াইন, তিতারাই, পিরিজপুর, কর্নি, হাইডর, কালাইউরা ও হাওর, আমবাড়ী ও হাওর এবং গহড়া। এসময় ৩ শতাধিক বন্যার্তদের মধ্যে রোটারীর এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পিডিজি মাগফুর আহমদের সহধর্মিণী রোটারীয়ান নাসরিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাঃ মুনমুন ফেরদৌস, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পিপি রোটারীয়ান এম এ রহিম, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান মনসুর আহমদ ও রোটারীয়ান এমদাদ হোসেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।