ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের প্রথম সারির যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে বড় ধরনের একটি চুক্তিতে উপনীত হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এর আওতায় আগামী তিন বছরের মধ্যে পেন্টাগনের জন্য ৩৭৫টি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করবে লকহিড মার্টিন। সোমবার দুই পক্ষের তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা উইলিয়াম লাপ্ল্যান্ট বলেন, আমরা লকহিড মার্টিন ৩৭৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ব্যাপারে একটি সমঝোতায় উপনীত হয়েছি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।