ডেস্ক নিউজ, ঢাকা:নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ জুলাই ইসির সঙ্গে এ দলটির সংলাপ হওয়ার কথা ছিল। উত্তরায় নিজের বাসায় স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই জরুরি। অন্যথায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় চরম ঝুঁকি সৃষ্টি হবে এবং ভূ-রাজনীতিতে প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাষ্ট্রের নিরাপত্তাও হুমকিতে পড়বে। তিনি আরও বলেন, ‘কর্তৃত্ববাদী দলীয় সরকার ক্ষমতায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।
ফলে সরকারের অধীন ও অধীনস্থ থেকে নির্বাচন কমিশনের প্রস্তাবিত রোডম্যাপ ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশনের সংলাপ পাতানো নির্বাচনের নাটক। এ সময় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব এবং কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।