‘খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছে রাশিয়া’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

‘খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছে রাশিয়া’

newsup
প্রকাশিত জুলাই ২৩, ২০২২
‘খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার  অব্যাহত রেখেছে রাশিয়া’

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক বলেন, শনিবার বন্দরনগরী ওডেসায় রাশিয়া যে হামলা চালিয়েছে তার জন্য মস্কোকে জবাবদিহি করতে হবে। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ক্রেমলিন খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছে। রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।