যুক্তরাষ্ট্রের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ
২৬ জুলা ২০২২, ০২:৫৪ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: কোভিড পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তরফে এই সতর্কতা জারি করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে সিডিসি। ওই তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া পাঁচ দেশ হলো বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।