একটি কুঁড়েঘরও দেখলাম না: তথ্যমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

একটি কুঁড়েঘরও দেখলাম না: তথ্যমন্ত্রী

newsup
প্রকাশিত জুলাই ৩০, ২০২২
একটি কুঁড়েঘরও দেখলাম না: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঢাকা থেকে নীলফামারীর জলঢাকা আসার পথে রাস্তার দুই ধারে একটি কুঁড়েঘরও দেখলাম না। এখন আর কুঁড়েঘর নিয়ে কবিতা লেখা যাবে না। কবিতা লিখতে হলে পদ্মা সেতু নিয়ে লিখতে হবে। শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে জলঢাকা সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘দেশে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। আমরা আশা করি, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ সালের ট্রেন যেমন কারও জন্য দাঁড়িয়ে ছিল না, ২০১৮ সালেও নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে ছিল না। সুতরাং ২০২৪ সালের শুরুতে যে নির্বাচন হবে সেই ট্রেনটিও কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।