লিটনের রান আউট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

লিটনের রান আউট

newsup
প্রকাশিত জুলাই ৩০, ২০২২
লিটনের রান আউট

ডেস্ক নিউজ, ঢাকা: লক্ষ্য অনেক বড়। শুরুটা তাই ভালো হওয়া প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই হারিয়ে বসে মুনিম শাহরিয়ারের উইকেট। ওই জায়গা থেকে দলকে দারুণ অবস্থানে নিয়ে আসেন লিটন দাস। কিন্তু ভুল বোঝাবুঝিতে অদ্ভুত রান আউটের শিকার হয়ে এই ব্যাটার ফেরার পর আবারও ব্যাকফুটে বাংলাদেশ।
আজ (শনিবার) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ২০৫ রান। বিশাল এই লক্ষ্যের পিছে ছুটে বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ১৪০ রান।
২০০ রান টি-টোয়েন্টিতে কঠিন লক্ষ্য। তবে হরহামেশা এই লক্ষ্য পেরিয়ে যেতেও দেখা যায়। তাছাড়া প্রতিপক্ষ যেহেতু জিম্বাবুয়ে, তাই বাংলাদেশের মনোবল দৃঢ় হওয়ার কথা। একই সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমে তারুণ্যনির্ভর দলের প্রমাণের ব্যাপার ছিল। বোলিংয়ে সুবিধা করতে না পারায় ব্যাটিংয়ের দিকে ছিল পরিপূর্ণ নজর। যদিও বিশাল লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।