যুদ্ধের কৌশল বদলাতে পারেন পুতিন: ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৩৬, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুদ্ধের কৌশল বদলাতে পারেন পুতিন: ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী

newsup
প্রকাশিত জুলাই ৩০, ২০২২
যুদ্ধের কৌশল বদলাতে পারেন পুতিন: ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুদ্ধের কৌশলে আবারও পরিবর্তন আনতে পারেন।
ব্রিটেনের স্কাই নিউজ টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস আরও বলেন, ইউক্রেনের অনেক জায়গায় এখন রাশিয়া ব্যর্থ। পুতিনের এ, বি এবং সি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সুতরাং এখন যুদ্ধক্ষেত্রে ‘ডি’ পরিকল্পনা প্রয়োগ করতে পারেন তিনি।
ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসন পুনরুদ্ধারে চলতি সপ্তাহে পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেনীয় যোদ্ধারা। ভারী কামান, প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে দক্ষ যোদ্ধাদের খেরসনে ঢুকতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।