হোয়াটসঅ্যাপের ম্যাসেঞ্জার সার্ভিসের নরাপত্তা দুর্বল করা হবে না - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হোয়াটসঅ্যাপের ম্যাসেঞ্জার সার্ভিসের নরাপত্তা দুর্বল করা হবে না

newsup
প্রকাশিত আগস্ট ২, ২০২২
হোয়াটসঅ্যাপের ম্যাসেঞ্জার সার্ভিসের  নরাপত্তা দুর্বল করা হবে না

ডেস্ক নিউজ, ঢাকা: হোয়াটসঅ্যাপ প্রধান বলেছেন, তাদের ম্যাসেঞ্জার সার্ভিসের নিরাপত্তাকে কোনোভাবে দুর্বল করা হবে না। যদি সরকারের পক্ষ থেকে বলা হয় এনক্রিপশনকে দুর্বল করার জন্য– সেটাকে মেনে নেওয়া খুবই বোকামি হবে। বিবিসি’র কাছে উইল ক্যাথকার্ট মন্তব্য করেন, সম্প্রতি সরকার পরিকল্পনা করেছে ব্যক্তিগত মেসেজে শিশু যৌন হয়রানিমূলক ছবি স্ক্যান করবে। তবে ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি) হোয়াটসঅ্যাপের এই অবস্থানের সমালোচনা করেছে। কেননা তারা মনে করে শিশুদের যৌন অপব্যবহারের প্রথম সারিতেই রয়েছে ডিরেক্ট ম্যাসেজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়, টেক প্রতিষ্ঠানগুলোর উচিত এই বিষয়টিকে সামলানো। এটি অনলাইন সেফটি বিলের একটি অংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।