বাঙালির পদচারনায় জমে ওঠে হ্যামট্রামিক পথমেলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:২৮, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাঙালির পদচারনায় জমে ওঠে হ্যামট্রামিক পথমেলা

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২২
বাঙালির পদচারনায় জমে ওঠে হ্যামট্রামিক পথমেলা

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির বাংলা টাউনে হ্যামট্রামিক ডাইভারসিটি ফেস্টিভ্যালের আয়োজনে অনুষ্ঠিত হলো ২১তম পথমেলা। এই পথমেলাকে কেন্দ্র করে নাচ-গান-আড্ডায় মুখরিত হয়ে ওঠে হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউ।মিশিগানে সর্ববৃহৎ বাংলাদেশির মিলনমেলায় পরিণত হয় ২১তম পথমেলা প্রাঙ্গণ।

তিন দিনব্যাপী এ মহামিলনমেলার প্রধান সমন্বয়ক নাজেল হুদা বলেন, বাঙালি কৃষ্টি-কালচার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর আমাদের এ আয়োজন।

মিশিগানে বসবাসরত বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে দুই দশক ধরে চলমান এই পথমেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে।

২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ পথমেলায় মিশিগানের বিভিন্ন শহর হতে আগত বাংলাদেশিদের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার লোকজনের সরব উপস্থিতি এ মেলাতে ভিন্নমাত্রা যোগ করে।

এবারের মেলায় ৪০টি স্টলের মধ্যে অধিকাংশই ছিলো বাংলাদেশি বিভিন্ন পণ্যে ভরপুর। চাকরি প্রত্যাশীদের জন্যও কয়েকটি এজেন্সি স্টল দিয়েছে এবারের মেলায়।

মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া, মুখরোচক বিভিন্ন রকমের আচার ও মিষ্টি পানসহ দেশীয় হরেক রকম খাবারের স্টলগুলোতে। মেলাতে সবার নজর কেড়েছে শুটকি ভর্তার স্টল।

বিভিন্ন স্টলের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, মেলার প্রথম দিন তেমন না জমলেও দ্বিতীয় দিন হতে জমে ওঠে মেলা। আমরা এই প্রাণের মেলায় অংশ নিতে পেরে আনন্দিত।কেবল বাংলাদেশি লোকজন নয়, বিভিন্ন দেশের মানুষজনও বেশ আগ্রহ নিয়ে আমাদের পণ্য দেখছেন, ক্রয় করছেন এটা খুবই গর্বের।

মেলার আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য দেওয়া হয় স্কুল ব্যাগ, নোট প্যাড ও পেন্সিল।

তাছাড়াও কুপনের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীদেরও দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।