তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু চীনের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:০০, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু চীনের

newsup
প্রকাশিত আগস্ট ৪, ২০২২
তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু চীনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাইওয়ানের চারপাশের সাগরে সামরিক মহড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী রবিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিনের মাথায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই রুটটিতে শক্তি প্রদর্শন শুরু করেছে বেইজিং।

সিসিটিভি জানিয়েছে, ৪ আগস্ট দুপুর ১২টা থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ‘পুনর্মিলন অপারেশন’ এর জন্যই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।