ডলারের কারণে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২৪, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ডলারের কারণে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে’

newsup
প্রকাশিত আগস্ট ৪, ২০২২
ডলারের কারণে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে’

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নিত্যপণ্যের দামের দিক থেকে অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ডলারের মান ওঠা-নামার প্রভাব পড়েছে আমদানি পণ্যের ওপর। এ কারণে বিভিন্ন নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। এরপরেও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। বৃহ্স্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকে আরও সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।