ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদ্যুৎকেন্দ্র ‘জাপোরিঝিয়া’ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনে অভিযানের শুরুর পর থেকেই চেষ্টা চালিয়ে আসছিল রুশ বাহিনী। বিষয়টি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে অঞ্চলটিতে সংঘর্ষ শুরু হতে পারে। তাতে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকির মধ্যে পড়বে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত স্টেশনের মাঠে অবস্থান করছে এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ করছে।
এই সংবাদটি 1,226 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।