ইন্টারন্যাশনাল ডেস্ক: জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে চীন। সিনিয়র ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বেইজিং। এছাড়া ন্যান্সি পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে চীন। তারা বলছে, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। স্ব-শাসিত দ্বীপ তাইওয়ান নিজেকে মূল ভূখণ্ড থেকে আলাদা বলে মনে করে থাকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা স্থগিতের এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনা বাতিল হবে, এছাড়া অবৈধ অভিবাসী ফেরানো, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অপরাধের তদন্তে সহযোগিতা বাতিল হয়ে যাবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।