ডেস্ক নিউজ, ঢাকা: নতুন একটি পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। এই পরীক্ষায় ইউটিউবের মোবাইল অ্যাপের মাধ্যমে ভিডিওকে জুম করা যাবে। তবে এটি আপাতত শুধুমাত্র ইউটিউবের প্রিমিয়াম গ্রাহকরাই পাবেন। নাইনটুফাইভগুগলের সূত্রে জানা যায়, পরীক্ষামূলক এই ফিচারে ভিডিওতে পিঞ্চ-টু-জুম ফিচার এনাবল করা আছে। ফিচারটি পোর্ট্রেট এবং ফুল স্ক্রিন ল্যান্ডস্কেপ ভিউ উভয় ভিউতেই কাজ করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ফিচারের পরীক্ষাটি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই এক মাস সময়ে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানবে। এভাবে বড় আকারে উন্মুক্ত করার আগে এটি প্রয়োজনীয় পরিমার্জন করে নিবে। ভার্জ জানায়, ফিচারটি চালু করতে ওয়েব অথবা ফোন থেকে সেটিংস এ প্রবেশ করতে হবে। ইউটিউাবের প্রমিয়াম গ্রাহক হলে ‘ট্রাই নিউ ফিচারর্স’ নামে একটি সেকশন থাকবে। আপাতত এই সেকশনে জুম ফাংশনের একটিমাত্র ফিচারই থাকবে। ফিচারটি চালু হলে ভিডিওকে ৮× পর্যন্ত জুম করা যাবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।