স্মার্ট ডিসপ্লে আনবে অ্যাপল

Daily Ajker Sylhet

newsup

০৮ আগ ২০২২, ০৩:৩৬ অপরাহ্ণ


স্মার্ট ডিসপ্লে আনবে অ্যাপল

ডেস্ক নিউজ, ঢাকা: আগামী দুই বছরে স্মার্ট হোম প্রোডাক্ট প্রসারের পরিকল্পনা আছে অ্যাপলের। এমনই ধারণা দিয়েছেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তার সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে গুরম্যান জানান, অ্যাপলের ল্যাবে চারটি স্মার্ট হোম পণ্য রয়েছে। এরমধ্যে একটি হলো নতুন হোম পড। এ সম্পর্কে গুরম্যান গত জুনে ধারণা দিয়েছিলেন। সঙ্গে রয়েছে নতুন হোমপড মিনি। এটি দেখতে ২০১৮ সালের অরিজিনাল মডেলের মতো। যদিও অ্যাপল ২০২১ সালে কোনও রকমের প্রতিস্থাপন ছাড়াই হোমপড বন্ধ করে দিয়েছিল। আর অন্য দুটি ডিভাইস হলো অ্যাপলের সম্পূর্ণ নতুন দুটি পণ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।