হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১০, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

newsup
প্রকাশিত আগস্ট ১০, ২০২২
হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ। তো জিম্বাবুয়েতে হেসেখেলেই জিতবে তামিম ইকবালরা। ব্যবধানটাও হয়তো অনেকে ঠিক করে রেখেছিলেন- আরেকবার হোয়াইটওয়াশের আনন্দ! কিন্তু পাশার দান যে এভাবে ঘুরে যাবে, তা ভেবেছিলেন ক’জনে। বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে কী, উল্টো নিজেরাই ডুবতে যাচ্ছিল লজ্জায়। তবে সিরিজ হারলেও এত বড় অঘটনের জন্ম দিতে দেয়নি দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। তৃতীয় ওয়ানডেতে অনায়াস জয়ে শেষটা রাঙিয়ে নিয়েছে সফরকারীরা। আজ (বুধবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়েছে তামিমরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।