ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দুই প্রধান। বুধবার এই দুই গোয়েন্দা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি দীর্ঘ মেয়াদে চীনের হুমকি বাড়ছে। এমআই৫ পরিচালক জেনারেল কেন ম্যাককালাম জানান তারা ইতোমধ্যেই চীনা হুমকি মোকাবিলার প্রচেষ্টা আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়েছেন। এছাড়াও তিনি জানান, ২০১৮ সালের তুলনায় বর্তমানে তারা সাতগুণ বেশি হুমকির ঘটনা তদন্ত করছেন।
এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ারি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য মিত্রদের জন্য অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ‘সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি’ চীন সরকার। তিনি বলেন, ‘চীন সরকার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে বিশ্বকে আকার দেওয়ার চেষ্টা করছে (এবং আমাদের মিত্রদের, আমার যোগ করা উচিত)’।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।