২৪ আগষ্ট, বুধবার বিএএসজের উদ্যোগে স্কুল সামগ্রী বিতরন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১৫, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২৪ আগষ্ট, বুধবার বিএএসজের উদ্যোগে স্কুল সামগ্রী বিতরন

newsup
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২
২৪  আগষ্ট, বুধবার বিএএসজের উদ্যোগে স্কুল সামগ্রী বিতরন

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয়
বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হবে। আগামী ২৪ আগষ্ট, বুধবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হবে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির ছাত্র- ছাত্রীদেরকে স্কুল সামগ্রী সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।