শুষ্কতম অবস্থায় টেমস নদীর পানির উৎস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪০, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শুষ্কতম অবস্থায় টেমস নদীর পানির উৎস

newsup
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
শুষ্কতম অবস্থায় টেমস নদীর পানির উৎস

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর পানির উৎস অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই পরিস্থিতির জন্য যুক্তরাজ্যের প্রস্তুতি ছিল না। ব্রিটিশ আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৩৫ সালের পর এই বছরের জুলাই মাস যুক্তরাজ্যে সবচেয়ে বেশি শুষ্ক থেকেছে। এই মাসে গড় বৃষ্টিপাত হয়েছে ২৩.১ মিলিমিটার, যা এই মাসের সাধারণ গড় বৃষ্টিপাতের মাত্র ৩৫ শতাংশ। দেশটির কয়েকটি অংশে জুলাই সর্বকালের সবচেয়ে বেশি শুষ্ক হয়েছে। ইংল্যান্ডের দক্ষিণাংশের ২১৫ মাইল জুড়ে বয়ে চলেছে টেমস নদী। গ্লচেস্টারশায়ার থেকে লন্ডনের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত হয়ে নদীটি পূর্বে এসেক্সের সাগরে গিয়ে মিলিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।