১০ লাখ ইউরো নিয়েছিলেন প্রিন্স চার্লস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

১০ লাখ ইউরো নিয়েছিলেন প্রিন্স চার্লস

newsup
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২
১০ লাখ ইউরো নিয়েছিলেন প্রিন্স চার্লস

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতারের সাবেক এক প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ লাখ ইউরো নগদ ভর্তি স্যুটকেস নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এই খবর জানিয়েছে। সংবাদপত্রটির দাবি, এটি শেখ হামাদ বিন জসিমের তিনবারে মোট ত্রিশ লাখ ইউরো নগদ অনুদানের মধ্যে একটি ছিল। ব্রিটিশ প্রাসাদ ক্লিয়ারেন্স হাউজ জানিয়েছে, কাতারের সাবেক প্রধানমন্ত্রীর অনুদান তাৎক্ষণিকভাবে প্রিন্স চার্লসের একটি দাতব্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। একই সঙ্গে সব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়। এসব অনুদানে বেআইনি কিছু থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
দ্য সানডে টাইমস জানিয়েছে, প্রিন্স চার্লস ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ব্যক্তিগতভাবে কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনটি নগদ অনুদান গ্রহণ করেন। সংবাদপত্রটির দাবি, ক্লিয়ারেন্স হাউজে এক বৈঠকের সময় একবার একটি স্যুটকেসে ভর্তি করে এই অর্থ হস্তান্তর করা হয়। আরেকবার ফোর্টনাম অ্যান্ড ম্যাসন ডিপার্টমেন্ট স্টোর থেকে ক্যারিয়ার থেকে ব্যাগ ভর্তি করে এই অর্থ হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।