ডেস্ক রিপোর্ট: ব্যবসায়ীরা তাদের যে সব পণ্য বাকিতে বিক্রি করে থাকে সে বকেয়া টাকার জাকাতও তাদেরকে আদায় করতে হবে। এক্ষেত্রে তারা এ টাকার জাকাত বিক্রির পর থেকে নিয়মিত আদায় করতে পারে অথবা টাকা হস্তগত হওয়ার পর পেছনের বছরগুলোর জাকাত একত্রেও পরিশোধ করতে পারে। অবশ্য যদি কোনো পাওনা টাকার ব্যাপারে এমন আশঙ্কা প্রবল হয় যে, ওই টাকা আর পাওয়া যাবে না তবে সে টাকার জাকাত দিতে হবে না। এরপর যদি ওই টাকা হস্তগত হয়ে যায় তাহলে তখন থেকে তা জাকাতের নেসাবভুক্ত হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।