রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়: বাইডেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়: বাইডেন

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২২
রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়:  বাইডেন

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয়। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা? হোয়াইট হাউজে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সরাসরি বলেন, ‘না। এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবিলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।