সরকারি ব্যয়সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি রোধেও পদক্ষেপ নিতে হবে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১১, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সরকারি ব্যয়সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি রোধেও পদক্ষেপ নিতে হবে

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২
সরকারি ব্যয়সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি রোধেও পদক্ষেপ নিতে হবে

সম্পাদকীয়:বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপের পর এবার সরকারের অর্থব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-অর্থবছরের শেষে মেরামত ও সংরক্ষণ কাজের মাত্রাতিরিক্ত পরিমাণে বিল পরিশোধের চাপ সৃষ্টি না করা। এজন্য বছরের শুরুতে মেরামত ও সংরক্ষণ কাজ বাস্তবায়নের প্রক্রিয়া এমনভাবে শুরু করতে বলা হয়েছে যেন প্রতি তিন মাস পরপর কাজের বিল ভারসাম্যপূর্ণভাবে পরিশোধ করা যায়। এছাড়া প্রতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধের কথা বলা হয়েছে। আর ইআরডি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বৈদেশিক ঋণ ও অনুদানের সম্ভাব্য অঙ্ক তুলে ধরে একটি পরিকল্পনা প্রণয়নের। সেই সঙ্গে বিগত তিন অর্থবছরের বাস্তবায়নাধীন কার্যক্রম শেষ করতে একটি ‘বাস্তবায়ন পরিকল্পনা’ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত অর্থব্যয়ের গুণমান নিশ্চিত করতেই যেসব নির্দেশ দেওয়া হয়েছে, প্রকারান্তরে ব্যয় সংকোচনই সেসবের লক্ষ্য। কারণ অতীতে দেখা গেছে-অপচয়, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং অনিয়ম-দুর্নীতির কারণে বহু ক্ষেত্রে সরকারি অর্থব্যয়ের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয়নি।
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের অর্থব্যয়ের গুণগত মান নিশ্চিত করার এ পদক্ষেপ সঠিক বলেই মনে করি আমরা। সংকট মোকাবিলায় সব ক্ষেত্রেই সাশ্রয়ী হওয়া প্রয়োজন। বিশেষ করে যেসব ক্ষেত্রে অর্থের অপচয় বেশি হয়, সেসব ক্ষেত্রে এ মুহূর্তে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ নেওয়াই সমীচীন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যেসব প্রকল্প চলমান, সেসব প্রকল্প যেন নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। দেশে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। এতে প্রকল্পের ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পায়, তৈরি হয় দুর্নীতির সুযোগ। কোনো প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা গেলে অনাবশ্যক ব্যয় যেমন হ্রাস পায়, তেমনি হ্রাস পায় জনদুর্ভোগও। কাজেই প্রকল্পে ধীরগতি, নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন না হওয়া, বাড়তি সময় নেওয়া-এ প্রবণতা রোধ করতে হবে কঠোরভাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।