কবিতা : ধারকৃত শব্দমালা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কবিতা : ধারকৃত শব্দমালা

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২
কবিতা : ধারকৃত শব্দমালা

মি.র. চৌধুরীর

কবিতা

ধারকৃত শব্দমালা

ভেবেছিলাম নব শব্দে গাঁথা হবে
নব কাব্যমালা!
ভাবনায় ভাবনায়, মাথা ধরে যায়,
অকৃতকার্য শব্দ গড়ায়,
তবু লিখে যাই ধারকৃত শব্দ মালায়।
নব দিনের নব্য ভাবুক,
চিবিয়ে চলেছি পুরাতন স্তবক।
রস বেরিয়ে নীরস কবেই,
তবুও চিবাই রসের আশায়
কাব্য গেঁথে চলি
ধারকৃত শব্দ মালায়।
সভা কিংবা সেমিনার,
রাজপথ কিংবা গলির মোড়,
তুমুল হট্টগোল,
খোঁজে ফিরি নব ধ্বনি হাল জামানায়,
পরিশেষে ইতি টানি
ধারকৃত সেই শব্দমালায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।