বিপাকে সদ্য সৌদি প্রবাসীরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিপাকে সদ্য সৌদি প্রবাসীরা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২২
বিপাকে সদ্য সৌদি প্রবাসীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: জীবিকার খোঁজে সৌদি আরব পাড়ি জমানো দুই কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসীরা নানামূখী সংকটে কঠিন সময় পার করছেন। বিশেষ করে সম্প্রতি দেশ থেকে আসা প্রবাসীরা বিপাকে পড়েছেন। অনেকের ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস ও লুকিয়ে কাজ করছেন। কেউ বা ইকামার মেয়াদ বাড়াতে গিয়ে পড়ছেন স্বদেশী দালালের খপ্পরে।
সৌদি আরবের মক্কায় কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশিদের বেশিরভাগ সারা মাস কাজ করে নিজের থাকা ও খাওয়ার খরচটুকু বাড়ে সব টাকা দেশে পাঠান। ক‌য়েক লাখ টাকা খরচ ক‌রে সর্বনিম্ন তিন থে‌কে ছয় মা‌সের ইকামা ‌নিয়ে সৌদি আরব এসে পড়‌ছেন সম্প্রতি আসা প্রবাসীরা। বিপুল সংখ‌্যক বাংলা‌দেশির ইকামার মেয়াদ না থাকায় বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস ও লু‌কি‌য়ে কাজ কর‌ছেন তারা। এর ম‌ধ্যে সৌ‌দি আরবের পু‌লিশ প্রতি‌নিয়ত রী‌তিমত চেক‌পোস্ট ব‌সি‌য়ে ইকামা চেক কর‌ছে। ধরা পড়লেই জেল ও দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনে‌কে ইকামার মেয়াদ বাড়া‌তে গি‌য়ে স্বদেশী দালালের খপ্প‌রেও পড়‌ছেন। মধ‌্যস্বত্বভোগী‌রা নি‌য়ে যা‌চ্ছে তাদের কষ্টা‌র্জিত আ‌য়ের বড় অংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।