এমসি কলেজের অধ্যক্ষ নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

এমসি কলেজের অধ্যক্ষ নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায়

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২
এমসি কলেজের অধ্যক্ষ নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায়

সৈয়দা নুসরাত শারমিন, এমসি কলেজ সিলেট থেকে :

সিলেট সরকারী মুরারীচাঁদ (এমসি ) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায়। মুরারীচাঁদ কলেজের ইতিহাসে তিনি হলেন নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় নারী অধ্যক্ষ।

অধ্যাপক পান্না রানী রায়কে এমসি কলেজের অধ্যক্ষ ঘোষনা করে রোবাবর (১৮সেপ্টেম্বর ২০২২) সকালে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

পান্না রানী রায় সিলেট সরকারি অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন।

তিনি ১৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তির্ণ হন। অধ্যাপক পান্না রানী রায় শুধু শিক্ষকই নন; একজন কবি ও লেখক। তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, আছে একাডেমিক গ্রন্থও। এর মধ্যে একটি সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের পাঠ্যসূচিতে রয়েছে।

প্রফেসর পান্না রানী রায়ের বাড়ি সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকায়। দুই সন্তানের জননী পান্না রানী রায়ের প্রথম মেয়ে ডাক্তার এবং দ্বিতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।