ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেননি লন্ডনফেরত দুই খেলোয়াড় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেননি লন্ডনফেরত দুই খেলোয়াড়

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারেননি লন্ডনফেরত দুই খেলোয়াড়

ডেস্ক নিউজ: কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের ডাবলস ইভেন্টে অংশ না নিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগে দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তবে কারণ দর্শাও (শোকজ) নোটিশের পর অভিযুক্তদের জবাব দেখে শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল। দুই টেবিল টেনিস খেলোয়াড়- সোনাম সুলাতানা সোমা ও সাদিয়া রহমান মৌ নোটিশের জবাবে ক্ষমা চাইলেও পুরোপুরি শাস্তি এড়াতে পারেননি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুরুতে দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়া টুর্নামেন্টে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। তবে শোকজের উত্তর দেওয়ার পর ফেডারেশন শুধু এক বছর করে শাস্তি কমিয়েছে। এই এক বছরে শুধু সোমা ও মৌ ঘরোয়া আসরে অংশ নিতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দুই বছরের জন্য খেলার বাইরে থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।