যুক্তরাষ্ট্র অফিস: গোলাম মোহাম্মদ নওশের প্রিন্স ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ছিলেন দলের প্রধান পেস বোলারদের একজন। নানা কারণে ক্যারিয়ার দীর্ঘ হয়নি এই পেসারের। সে সময় লাল সবুজের জার্সিতে খেলেছেন ৯টি ওয়ানডে। এরপরই পাড়ি জমান সূদুর মার্কিন যুক্তরাষ্ট্রের। সর্বশেষ এবার যুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের দায়িত্বে। এক প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।
ভারপ্রাপ্ত সভাপতি বিকে অতুল রায়ের তরফ থেকে প্রেস রিলিজে সেখানে লেখা ছিলো, ‘আমি আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড অবিলম্বে আপনাকে একজন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করছেন। আমরা আশা করছি যে আপনি একজন সাবেক বাংলাদেশি ক্রিকেটার এবং প্রাক্তন সিলেকশন কমিটির সদস্য হিসেবে আপনার জ্ঞান, সমৃদ্ধি ও যে অভিজ্ঞতা রয়েছে সেটা যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং বোর্ডকে সহায়তা করবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।