সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্বর্ধনা প্রদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪০, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্বর্ধনা প্রদান

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২
সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্বর্ধনা প্রদান

উৎফল বড়ুয়া, প্রতিনি‌ধিঃ গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত SAAF WOMEN’S FOOTBALL CHAMPIONSHIP 2022 এর ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের এই সাফল্য উদযাপন এবং দলকে অনুপ্রেরণা জোগাতে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী মোঃ সালাউদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপি, উচ্চপদস্থ সামরিক অফিসার, বাফুফের শীর্ষ কর্মকর্তা ও সদস্যগণ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল এবং খেলোয়াড়দের গর্বিত অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান চ্যাম্পিয়ন দলের সকল সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সাফজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে দেয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। হেড কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন ২ লক্ষ টাকা এবং অন্যান্য কোচ ও টিম অফিসিয়ালরা প্রত্যেকে পেয়েছেন ১ লক্ষ টাকা। শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে অতিরিক্ত দেয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। শ্রেষ্ঠ গোল রক্ষক রূপনা চাকমা পেয়েছেন আরও ২ লক্ষ টাকা। ফাইনালে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা রানী সরকার পেয়েছেন অতিরিক্ত ২ লক্ষ টাকা। আর্থিক পুরষ্কার ছাড়াও চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে সদস্যদের একটি ট্রফি এবং একটি ট্র্যাকস্যুট প্রদান করা হয়। এছাড়াও সেনাবাহিনী প্রধান খেলোয়াড়দের অভিভাবকগণকে উপহার সামগ্রী প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।